WGP Mini UPS Battery Replacement | WGP Mini UPS এর ব্যাটারি পরিবর্তন

WGP Mini UPS Battery Replacement | WGP Mini UPS এর ব্যাটারি পরিবর্তন

 লোডশেডিং এর সময় ওয়াইফাই ব্যবহারের জন্য বর্তমানের সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস হল WGP Mini UPS। চলুন জেনে নেওয়া যাক দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে ব্যাটারির ক্যাপাসিটি বা ব্যাকআপ কমে গেলে সে ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন।


WGP Mini UPS এ দুই ধরনের সমস্যা হতে পারে। একটি হল সার্কিট নষ্ট হয়ে যাওয়া অন্যটি হলো দীর্ঘদিন ব্যবহারের কারণে ধীরে ধীরে ব্যাটারির ক্যাপাসিটি বা ব্যাকআপ কমে যাওয়া। যদি সার্কিট নষ্ট হয়ে যায় তবে সে ক্ষেত্রে সার্কিট পরিবর্তন করা বা ঠিক করার ব্যবস্থা করতে পারেন।

আর যদি ব্যাটারি ক্যাপাসিটি কমে যায় সে ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করে নতুন ব্যাটারি লাগাতে পারেন। ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে এক্ষেত্রে আপনি আগের মতই ভালো ব্যাকআপ পাবেন। আপনি নিজে যদি কাজ জানেন তবে সে ক্ষেত্রে ব্যাটারি কিনে আপনি নিজেই লাগিয়ে নিতে পারেন। আর যদি আপনি নিজে কাজ না পারেন তবে সে ক্ষেত্রে কোন মেকানিকের সাহায্যে ব্যাটারি লাগিয়ে নিতে পারেন।

কম খরচে কাজটি করার জন্য আপনারা চাইলে কোন মাধ্যম থেকে ল্যাপটপের পুরাতন ব্যাটারি সংগ্রহ করতে পারেন।

নিচের এই লিংক থেকে আপনারা ব্যাটারি কিনতে পারেন অথবা আপনাদের পরিচিত দোকান থাকলে সেখান থেকেও নিতে পারেন। https://s.daraz.com.bd/s.QVS

WGP Mini UPS এর দারাজ অফিসিয়াল স্টোরের লিংক দেওয়া হলো। এখান থেকে আপনারা নতুন ইউপিএস কিনতে পারবেন। https://s.daraz.com.bd/s.Qet?cc



Post a Comment

0 Comments