TeleTalk Bornomala Sim Registration System | টেলিটক বর্নমালা সিম রেজিস্ট্রেশন পদ্ধতি

                          Teletalk Bornomala Sim Registered System | টেলিটক বর্নমালা সিম রেজিস্ট্রেশন পদ্ধতি

বর্নমালা সিম কী?
বর্নমালা সিম শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য টেলিটকের একটি বিশেষ প্যাকেজ। যে কোন ছাত্রছাত্রী আবেদন করে এই সিম নিতে পারে। তবে আবেদন করতে এসএসসি পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন। তাই এসএসসি পাস করেছে এমন যে কোন ছাত্রছাত্রী এই সিম নিতে পারবে।

বর্ণমালা সিমের জন্য আবেদন বা রেজিস্ট্রেশন করার পদ্ধতি: 
দুইটি পদ্ধতিতে বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করা যায়। ১: যে কোন টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে ২: অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে

এসএমএসের মাধ্যমে যেভাবে আবেদন করবেন।
১: যে কোন টেলিটক সিম থেকে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে BOR
২: তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর। যেমন: DHA
৩: তারপর স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নাম্বার, স্পেস দিয়ে পাশের সন, স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে।
৪: এরপর স্পেস দিয়ে যে কোন অপারেটরের একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে।
৫: এরপর স্পেস দিয়ে যে কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করতে চান সেই কাস্টমার কেয়ারের কোড নাম্বার দিতে হবে। এটি অপশনাল তাই কাস্টমার কেয়ারের কোড নাম্বার না দিলেও কোন সমস্যা নেই। যে কোন কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করা যাবে।
৬: এরপর মেসেজটি পাঠাতে হবে 16222 এই নাম্বারে।

Example: BOR DHA 123456 2023 123456789 018xxxxxxxx 103

ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি আইডি নাম্বার এবং ওটিপি নাম্বার পাঠানো হবে। সেটি দেখিয়ে যেকোন কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করা যাবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি:
১: অনলাইনে আবেদন করতে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। bornomala.teletalk.com.bd
২: "Apply For Registration" এ ক্লিক করতে হবে।
৩: এরপর যে ফর্মটি আসবে সেখানে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে
৪: সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে আপনাকে একটি আইডি নাম্বার এবং ওটিপি দেওয়া হবে।

Short Code Of All Board:

Board

Short Code

Board

Short Code

Dhaka

DHA

Jessore

JES

Chittagong

CHI

Comilla

COM

Rajshahi

RAJ

Dinajpur

DIN

Barishal

BAR

Technical Education Board

TEC

Sylhet

SYL

Madrasah Education Board

MAD

Mymensingh

MYM

Bangladesh Open University

BOU


Post a Comment

0 Comments