ফেসবুক মেসেঞ্জার এর বর্তমান যে আপডেট রয়েছে তাতে বেশ বিরক্তিকর একটি বিষয় রয়েছে। আমরা যখনই ফেসবুক অ্যাপ থেকে কাউকে মেসেজ করতে যাই তখন মেসেঞ্জার আমাদেরকে সুইচ অ্যাকাউন্ট নামক পেইজে নিয়ে আসে। এই কারণে ফেসবুক অ্যাপ থেকে কাউকে সরাসরি মেসেজ করা যায় না, মেসেঞ্জার থেকে ম্যানুয়ালি খুঁজে নিয়ে তারপর মেসেজ দিতে হয় যা অত্যন্ত বিরক্তিকর।
সমাধান: এই সমস্যার একমাত্র সমাধান হল মেসেঞ্জার এর পুরাতন ভার্সন ব্যবহার করা যেটাতে এই ধরনের অসুবিধা নেই। নিচের লিংক থেকে মেসেঞ্জার এর পুরাতন ভার্সন ডাউনলোড করতে পারবেন।
Name |
Download Link |
APKMirror |
|
Drive |
ডাউনলোড করার পর অবশ্যই গুগল প্লে স্টোরে অটো আপডেট বন্ধ করে রাখবেন।
মেসেঞ্জার এর সেটিংস থেকে অ্যাপ আপডেট অপশনে ক্লিক করে অটো আপডেট বন্ধ করে দিতে হবে। প্লে স্টোরের অটো আপডেট বন্ধ থাকলেও ওয়াইফাই এর সাথে আপনার মোবাইল কানেক্ট হলে মেসেঞ্জার নিজে নিজেই আপডেট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে আবার আগের সমস্যায় ভুগতে হবে।
উপরোক্ত কাজগুলো কিভাবে করবেন বুঝতে না পারলে নিম্নোক্ত ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি নিজে নিজেই আপনি এ কাজটি করতে পারবেন।
Messenger redirects to switch account?
Switch account messenger something went wrong?
Facebook messenger keeps asking me to switch accounts?
How to turn off messenger switch account notification?
Messenger switch account notification?
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.