নগদে ৯ টাকায় ক্যাশ-আউট না হওয়ায় কারন কি? Nagad 9tk CashOut Charge


নগদে ৯ টাকায় ক্যাশ-আউট না হওয়ায় কারন কি?

অক্টোবরের ১ তারিখ থেকে নগদ এর ক্যাশ আউট চার্জ কিছুটা কমানো হয়েছে। নগদ বলছে প্রতি হাজারে মাত্র ৯.৯৯ টাকায় ক্যাশ আউট করতে পারবেন। কিন্তু ক্যাশ আউট এর সময় ক্যাশ আউট খরচ বেশি কাটতে দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের সুবিধার জন্য বিষয়টা পরিস্কার ভাবে বলা যাক।

এখন থেকে আপনি নগদে ২১০০ টাকা বা তার বেশি ক্যাশ আউট করলে প্রতি হাজারে অ্যাপ থেকে ৯.৯৯ টাকা এবং ইউএসএসডি ডায়াল করে ১২.৯৯ টাকা চার্জ প্রযোজ্য হবে। কিন্তু এর সাথে ১৫% ভ্যাট ও যুক্ত হবে। অর্থাৎ নগদ কর্তৃপক্ষ তাদের ক্যাশ আউট চার্জ ভ্যাট সহ কত হবে তা উল্লেখ করেনি এবং কত পার্সেন্ট ভ্যাট কাটা হবে তাও পরিষ্কার বলেনি।

আপনি যদি ২১০০ টাকার বেশি অ্যাপ থেকে ক্যাশ আউট করেন তবে সেক্ষেত্রে ক্যাশ আউট চার্জ হবে ভ্যাট সহ প্রতি হাজারে ১১.৪৯ টাকা এবং ইউএসএসডি ডায়াল করে ক্যাশ আউট চার্জ হবে ভ্যাট সহ ১৪.৯৪ টাকা।

Post a Comment

0 Comments