বিকাশের পিন নাম্বার পরিবর্তন করা যাবে নিজে নিজেই | New Bkash Pin Reset Option Update


 বিকাশের পিন পরিবর্তন এর ঝামেলা কমাতে বিকাশ নতুন একটি আপডেট নিয়ে এসেছে যার মাধ্যমে এখন থেকে বিকাশ গ্রাহকেরা নিজে নিজেই বিকাশ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবে। পিন পরিবর্তনের জন্য নিম্নলিখিত ধাপসমূহ পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে:

১: প্রথমে ডায়াল করতে হবে *247#। এরপর বিকাশের সকল অপশন দেখা যাবে। সর্বশেষ 9 নম্বরে থাকা পিন রিসেট অপশন সিলেক্ট করতে হবে।



২: বিকাশ একাউন্ট যার নামে তার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে।


৩: এরপর জন্ম সাল দিতে হবে


৪: এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপে গত 90 দিনে করা লেনদেন সমূহের মধ্যে শেষ দশটি লেনদেনের যেকোনো একটি নির্বাচন করতে হবে।


৫: এই ধাপে আপনার নির্বাচিত লেনদেনে টাকার পরিমাণ কত ছিল তা লিখতে হবে।


৬: আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে পিন রিসেট করার রিকুয়েস্ট সম্পন্ন হয়ে যাবে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পিন নাম্বার পাঠানো হবে।


৭: নতুন পিন সেট করার জন্য পুনরায় ডায়াল করতে হবে *247#


৮: এবার পূর্বের মত বিকাশের সকল অপশন থাকবে না। কেবলমাত্র "My Bkash" অপশন থাকবে। এখান থেকে 1 সিলেট করে "My Bkash" এ যেতে হবে


৯: এরপর "Change Mobile Menu Pin" এ যেতে হবে।


১০: "Enter Old Pin" এখানে এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত অস্থায়ী পিন নাম্বারটি দিতে হবে।


১১: "Enter New Pin" এখানে নতুন পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার এলোমেলো 5 সংখ্যার হতে হবে এবং প্রথমে 0 দেওয়া যাবে না। সর্বশেষ তিনবার ব্যবহৃত হয়েছে এমন পিন নাম্বার পুনরায় দেওয়া যাবে না।



১২: "Confirm New Pin" এখানে কনফার্ম হওয়ার জন্য পিন নাম্বারটি পুনরায় দিতে হবে।



১৩: সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার পিন নাম্বারটি রিসেট সম্পন্ন হয়ে যাবে।





সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।

আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।


আমাদের ওয়েবসাইটের মজার একটি গেম খেলতে ক্লিক করুন 


Post a Comment

0 Comments