যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত জাতীয় পরিচয় পত্র হাতে পাননি তারা তাদের কাছে থাকা ভোটার নিবন্ধন স্লিপ এর নাম্বার ব্যবহার করে অনলাইন থেকে খুব সহজেই তাদের জাতীয় পরিচয় পত্রের কপি ডাউনলোড করতে পারেন এবং তা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।
কিন্তু যারা ভোটার নিবন্ধন করেছেন এবং এখনো পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তারা সরাসরি অনলাইন থেকে ভোটার নিবন্ধন স্লিপ এর নাম্বার ব্যবহার করে আইডি কার্ডের কপি ডাউনলোড করতে পারবে না। আপনাদেরকে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে:
প্রথমেই আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার আইডি কার্ডের নাম্বার বের করে নিতে হবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে "nid" এরপর লিখতে হবে আপনার ভোটার নিবন্ধন স্লিপ এর নাম্বার এবং এরপর লিখতে হবে আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ লেখার সময় প্রথমে তারিখ, তারপর মাস এবং এরপর জন্ম সাল। এরপরে এসএমএসটি পাঠাতে হবে 105 এই নাম্বারে। নিচের উদাহরণটি অনুসরণ করুন:
Example: nid 123456 12-01-2004
এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএসে আপনার নাম এবং আইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে।
এবার এই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে অনলাইন থেকে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে কার্ড টি ডাউনলোড করে নিতে হবে।
প্রথমে এই লিঙ্কে ক্লিক করে ওয়েব সাইটটিতে প্রবেশ করুন এবং "রেজিস্টার" অপশনে ক্লিক করুন।
"রেজিস্টার করুন" এই অপশনে ক্লিক করুন।
জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মতারিখ প্রদান করুন। ছবিতে প্রদর্শিত কোডটি সঠিকভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
দেখানো মোবাইল নাম্বারটি চালু থাকলে "বার্তা পাঠান" এই বাটনে ক্লিক করুন। আর যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তবে "মোবাইল পরিবর্তন" বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার পরিবর্তন করে নিন।
মোবাইল নাম্বারে প্রাপ্ত ছয় সংখ্যার যাচাইকরণ কোড টি প্রদান করুন এবং "বহাল" বাটনে ক্লিক করুন।
এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। এই কাজটি না করলেও কোন অসুবিধা নেই। তাই "এড়িয়ে যান" এই বাটনে ক্লিক করুন।
এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই আইডি কার্ডের পিডিএফ কঁপি ডাউনলোড হয়ে যাবে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
আমাদের ওয়েবসাইটের মজার একটি গেম খেলতে ক্লিক করুন
1 Comments
Slot machine game machines and tips | JMTHub.com
ReplyDeleteThe casino machines 과천 출장마사지 in Las Vegas, 안양 출장샵 Nevada. I have used 청주 출장샵 them 대전광역 출장마사지 for over 40 years. Some of them are brand 파주 출장샵 new or are in the gambling industry. There's one
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.