খরচ বাড়লো নগদে। Nagad New Cashout and Send Money Charge
যারা নগর ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। নগদ কর্তৃপক্ষ বৃদ্ধি করেছে নগদে লেনদেনের চার্জ। এখন থেকে নগদে ক্যাশ আউট এর জন্য আপনাকে গুনতে হবে আগের চেয়ে ৪ টাকা বেশি। পূর্বে মোবাইল অ্যাপ থেকে অথবা ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ ছিল ১৪.৫ টাকা। কিন্তু এখন লেনদেনের ভিন্নতার ওপর নির্ভর করে ক্যাশ আউট চার্জ এর উপর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
অ্যাপ থেকে ক্যাশ আউট:
আপনি যদি মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করেন তবে সেক্ষেত্রে চার্জ কাটা হবে ১.৭৫% হারে অর্থাৎ প্রতি হাজারে ১৭.৫ টাকা।
কিন্তু আপনার ক্যাশ আউট এর টাকার পরিমান যদি ১০,০০০ টাকা বা তার বেশি হয় তবে চার্জ কাটা হবে ১.৬০% হারে অর্থাৎ প্রতি হাজারে ১৬ টাকা করে।
ইউএসএসডি কোড দিয়ে ক্যাশ আউট:
আপনি যদি ইউএসএসডি কোড ডায়াল করে কে ক্যাশ আউট করেন তবে সে ক্ষেত্রে চার্জ কাটা হবে ১.৮৫% হারে অর্থাৎ প্রতি হাজারে ১৮.৫ টাকা।
কিন্তু আপনার ক্যাশ আউট এর টাকার পরিমান যদি ১০,০০০ টাকা বা তার বেশি হয় তবে সে ক্ষেত্রে চার্জ কাটা হবে ১.৭৫% হারে অর্থাৎ প্রতি হাজারে ১৭.৫ টাকা।
সেন্ড মানি খরচ:
মোবাইল অ্যাপ থেকে সেন্ড মানি করা সম্পূর্ণ ফ্রি তবে ইউএসএসডি কোড ডায়াল এর মাধ্যমে সেন্ড মানি করলে প্রতিবার চার্জ কাটা হবে ৫ টাকা। পূর্বে সেন্ড মানি করার জন্য প্রতিবারে 4 টাকা করে চার্জ করা হতো।
এছাড়াও নগদের অন্যান্য সকল সার্ভিস একই রকম রয়েছে এবং লিমিটে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে করোনার এই পরিস্থিতিতে হঠাৎ চার্জ বৃদ্ধি করায় সাধারণ গ্রাহকের মনে সৃষ্টি হয়েছে ক্ষোভ।
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.