How to Get Loan in Bkash App | Bkash Loan System | কিভাবে বিকাশে লোন নিবেন | বিকাশ লোন সিস্টেম


এখন থেকে বিকাশ ব্যবহারকারীরা তাদের বিকাশ একাউন্টে সিটি ব্যাংকের সহায়তায় তাৎক্ষণিক ঋণ সুবিধা পাবে। দেশে এই প্রথম কোনো বাণিজ্যিক ব্যাংক মোবাইল ওয়ালেট এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তাৎক্ষণিক ঋণ সুবিধা দিচ্ছে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে।

কারা এই ঋণ পাবে
প্রাথমিকভাবে বিকাশের নির্বাচিত কিছু গ্রাহক এই ঋণ সুবিধা পাবে। বিকাশ একাউন্টের লেনদেনকৃত টাকার পরিমাণ, লেনদেনের ধরন ইত্যাদি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে ঋণ পাওয়ার যোগ্য গ্রাহক নির্বাচিত করা হবে। ঋণ সুবিধা পাওয়ার জন্য নির্বাচিত গ্রাহকগণ তাদের বিকাশ অ্যাপে লোন আইকন দেখতে পাবে।

ঋণের পরিমাণ
একজন গ্রাহক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। তবে কোন গ্রাহক কত টাকার ঋণ নিতে পারবে তা বিকাশ একাউন্টের লেনদেনকৃত টাকার পরিমাণ এবং লেনদেনের ধরনের উপর নির্ভর করে গ্রাহক অনুযায়ী আলাদা আলাদা হবে।

ঋণের মেয়াদ
গ্রাহক ৩ মাস ৬ মাস এবং ১ বছর মেয়াদী ঋণ নিতে পারবে।

সুদের হার
গ্রাহককে গ্রহণকৃত ঋণের উপর একটি নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হবে। ঋণের জন্য নির্বাচিত গ্রাহকগণ ঋণ গ্রহণের সময় বিকাশ অ্যাপ এ বিস্তারিত তথ্য দেখতে পারবে। ঋণের পরিমাণ এবং ঋণের মেয়াদ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হবে।

প্রসেসিং ফি
ঋণ গ্রহণের সময় গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ প্রসেসিং ফি প্রদান করতে হবে যা গ্রহণকৃত ঋণের টাকা বিকাশ একাউন্টে যুক্ত হওয়ার সময় কেটে নেওয়া হবে। প্রসেসিং ফি কত হবে তার ঋণ গ্রহণের সময় ফর্মে বিস্তারিত গ্রাহক দেখতে পারবে। 







Post a Comment

1 Comments

  1. bkask Limited Bangladesh Loan 30000Taka.01733135388Name: Robiulislam Father Name:Moslem Uddin Mother Name:Fulgan Bibi Date of Birth:01Mar 1991 NiD cade Na:19914110976000201

    ReplyDelete

Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.