Teletalk Agami Sim Registration Process | টেলিটক আগামী সিমের জন্য আবেদন করার প্রক্রিয়া

Teletalk agami sim registration টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন

এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য টেলিটকের পক্ষ থেকে রয়েছে বিশেষ প্যাকেজ টেলিটক আগামি সিম। এই সিম দিয়ে ছাত্রছাত্রীরা সবচেয়ে কম রেটে কথা বলার সুবিধা পাবে এবং একই সাথে থাকছে কম দামে ইন্টারনেট কেনার সুবিধা। এই সিমটি পাওয়ার জন্য এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের কে আবেদন করতে হয়। যেকোন টেলিটক প্রিপেইড সিম থেকে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। 

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- 

1. প্রথমেই লিখতে হবে AGAMI
2. তারপর বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। যেমন: ঢাকা বোর্ডের জন্য DHA
3. এরপর এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে
4. এসএসসি পরীক্ষায় পাশের সাল লিখতে হবে
5.  একটি মোবাইল নাম্বার দিতে হবে
6. যে কাস্টমার কেয়ার থেকে সিমটা সংগ্রহ করতে ইচ্ছুক সেই কাস্টমার কেয়ারের কোড নাম্বার দিতে হবে। বি.দ্র. কাস্টমার কেয়ার এর কোড নাম্বার না দিলে কোন সমস্যা হবে না। নিকটস্থ যেকোনো কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম সংগ্রহ করা যাবে। 

Example: AGAMI DHA 434533 2020 018xxxxxxxx 

এবার এই এসএমএস 16222 নাম্বারে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রাপ্ত আইডি নাম্বার এবং ওটিপি দিয়ে কাস্টমার কেয়ার থেকে সিমটি সম্মান করতে হবে।
 সিম সংগ্রহের সময় যা যা লাগবে-
1. এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত আইডি একাউন্ট ওটিপি নাম্বার
2. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড বা মার্কশিট অথবা সার্টিফিকেটের মূল কপি
3. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড বা মার্কশিট অথবা সার্টিফিকেটের ফটোকপি
4. যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ন্যাশনাল আইডি কার্ড সহ সশরীরে উপস্থিত হতে হবে। 

Post a Comment

0 Comments