সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল একটি ভিডিও এডিটিং হলো আলাদিনের জাদুর গালিচা উপর করে উড়ে যাওয়ার ভিডিও। এই ধরনের ভিডিও আপনিও চাইলে খুব সহজেই এডিট করতে পারবেন নিজের ছবি দিয়ে। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম Vinkle যার ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।
অ্যাপ ডাউনলোড করার পর ট্রেন্ডিং অপশন থেকে জাদুর গালিচা ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর ছবি আপলোড করার অপশন থেকে নিজের পছন্দের একটি ছবি সিলেক্ট করে দিতে হবে। এরপর প্রসেসিংয়ের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিওটি সেভ করতে হবে।
ভিডিওর সাথে আলিফলায়লা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে চাইলে এক্ষেত্রে আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যার নাম কাইনমাস্টার এবং এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আলিফলায়লা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউটিউব থেকে অথবা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে পারবেন।
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.