HSC admission 2020 |
কলেজে ভর্তি আবেদনের ক্ষেত্রে আগের নিয়মের পরিবর্তন আনা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ মে থেকে ভর্তির আবেদন নেওয়া শুরু হবে। আর শেষ হবে ২৫ জুন। এবার থেকে কেবল অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-আর-রশিদ বলেন, এবার আর এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
এসএমএসের মাধ্যমে আবেদন খরচ বেশি এবং অনেক সময় ফিরতি এসএমএস না আসার কারণে ভর্তি আবেদনে জটিলতা দেখা দেয়। তাই এবার থেকে এসএমএস এর মাধ্যমে ভর্তি আবেদন প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।
৫ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা ছাড়া এবার অন্য কোটা থাকছে না। তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অসামান্য পারফরম্যান্স (পুরস্কারপ্রাপ্ত) থাকা শিক্ষার্থী এবং প্রবাসীর সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে এ সুবিধা পেতে তাদের সনাতন (ম্যানুয়ালি) পদ্ধতিতে সরাসরি শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকা এবং আবেদনকারীর অন্যান্য বিষয় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগেই এবার ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করা হলো।
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.