টেলিটক সিম ব্যবহারকারীদের জন্য সুখবর। অন্যান্য মোবাইল অপারেটরের মত টেলিটক নিয়ে এসেছে তাদের ব্যবহারকারীদের জন্য অফিশিয়াল অ্যাপ মাই টেলিটক 'My TeleTalk'। অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীগণ তাদের ব্যালেন্স চেক করতে পারবে এবং মিনিট প্যাক, ডাটা প্যাক, এসএমএস প্যাক কিনতে পারবে।
অ্যাপটি ২২জনুয়ারি, ২০২০ গুগল প্লে স্টোরে প্রথম প্রকাশ করা হয়। এই অ্যাপটি এখনো পর্যন্ত বেটা ভার্সনে রয়েছে এবং এটার অনেকগুলো ফিচার এখনো পর্যন্ত চালু হয়নি। তবে পরবর্তী আপডেট গুলোতে ধীরে ধীরে সকল অপশন চালু করা হবে। মাত্র ৩ এমবির এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১ থেকে তার উপর সকল ভার্সনে। এই পর্যন্ত অ্যাপটি এক লক্ষের অধিক মানুষ প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে এবং বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ দিয়েছে প্রায় তিন হাজারের মত মানুষ।
Alsp join and earn: https://surveytime.app/G2_yiliQxa
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.