নগদ এর ক্যাশ-আউট চার্জ বাড়াতে বিকাশের তদবির | Bkash vs Nagad

Parodia Tech BD: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর ক্যাশ-আউট চার্জ বাড়ানোর জন্য বিভিন্ন মহলে তদবির করছে বিকাশ। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে বিকাশ এই তদবির করছে। এমনকি সরকারের নীতিগত সহায়তা চেয়ে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে ‘নগদ’|

২৬ মার্চ ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নগদ-এর উদ্বোধন করেন। এই স্বল্প সময়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে নগদ-এর নেটওয়ার্ক। জানুয়ারির ১০ তারিখে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে নগদ। সূত্র জানিয়েছে, ‘নগদ’-এর ক্যাশ আউট চার্জ ১৮ টাকা ৫০ পয়সা করার জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তদবির করছে বিকাশ। তারই অংশ হিসেবে সরকারের উচ্চপর্যায়ে দেখা করেছে বিকাশ।


সূত্রটি বলছে, এই প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে বিকাশের মনোপলি ব্যবসা হাত ছাড়া হবে না আর দেশের সাধারণ জনগণের খরচও বেড়ে যাবে, এতে লাভ হবে শুধু বিকাশেরই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারে একচেটিয়া ব্যবসা করা বিকাশ এখনো প্রতি হাজারে ক্যাশ-আউট চার্জ রাখে প্রায় ২০ টাকার মতো। যেখানে প্রতি হাজার টাকা ক্যাশ-ইন করলে ‘নগদ’ ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে থাকে। 

ফলে নগদের ক্যাশ-আউট খরচ ১৪.৫ টাকা থেকে কমে ৯.৫ টাকায় নেমে আসে যা বিকাশের ক্যাশ-আউট খরচের অর্ধেক। একই সাথে নগদের মোবাইল অ্যাপ থেকে সেন্ড মানি সম্পূর্ণরূপে ফ্রি এবং ইউএসএসডি কোডের মাধ্যমে মাত্র ৪ টাকা।
অন্যদিকে বিকাশে সেন্ড মানি ৫ টাকা এবং অ্যাপ থেকে প্রতি মাসে প্রথম ৫ বার ফ্রি হলেও পরবর্তী বার থেকে ৫ টাকা করে চার্জ কেটে নেওয়া হয়।

Post a Comment

0 Comments