ParodiaTechBD: এখন রকেটে মাত্র ৯ টাকায় ক্যাশ আউট | Rocket Cashout 9 tk | Rocket Cashout Charge From ATM
যারা রকেট কাউন্ট ব্যবহার করেন তাদের জন্য এক বিশাল সুখবর । রকেট একাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন প্রতি হাজারে মাত্র ৯ টাকায়। ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবহার করে অথবা এটিএম বুথ ব্যবহার করে রকেট থেকে টাকা ক্যাশ আউট করলে ক্যাশ আউট চার্জ ০.৯ শতাংশ অর্থাৎ প্রতি হাজারে মাত্র ৯ টাকা। এক্ষেত্রে বলা যায় রকেট ক্যাশ আউট খরচ পূর্বের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে। তবে এই কম খরচে আপনাকে ক্যাশ আউট করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে এটিএম বুথ অথবা তাদের যেকোন শাখা। তাহলেই আপনি এই রেটে ক্যাশ আউট। দেশের অন্যান্য মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এর তুলনায় কেবলমাত্র রকেট সবচেয়ে কম খরচে ক্যাশ আউট এর সুবিধা দিচ্ছে।
0 Comments
Write a comment...
Warning: sharing any spamming link will result in ban from this site.